নান্দাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
ময়মনসিংহ নান্দাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু করে নতুন বাজার, নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজ প্রদক্ষিণ করে নান্দাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে র্যালীটি শেষ হয়।
পরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লব এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ১৫৩ (নান্দাইল-৯) আসন হতে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম (সূর্য)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নান্দাইল পৌরসভার সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় ঐক্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে।
নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নেতৃত্বে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং যুবদলের ত্যাগ-তিতিক্ষার ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, এই দল জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রভাগে থাকবে।
“যুবদল কেবল একটি সংগঠন নয়—এটি জাতীয়তাবাদী চেতনা ও দেশের গণতন্ত্র রক্ষার এক অবিচ্ছেদ্য অংশ।”
আলোচনা শেষে যুবদল নেতা-কর্মীরা দেশের সার্বিক কল্যাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

0 Comments