নান্দাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম— তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নান্দাইল উপজেলায় শুরু হয়েছে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি।
৮ নং সিংরইল ইউনিয়নের ৪ ও ৯ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ এই সদস্য নবায়ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম শামস (সূর্য)-এর নির্দেশনায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা। তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
নেতৃবৃন্দের প্রত্যাশা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতান্ত্রিক আদর্শ ও সংগঠন গঠনের দর্শন অনুসরণ করে বিএনপির প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এর মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দল আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে।

0 Comments