নান্দাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি

নান্দাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

নান্দাইলে বিএনপি সদস্য নবায়ন কর্মসূচি

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম— তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নান্দাইল উপজেলায় শুরু হয়েছে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি

৮ নং সিংরইল ইউনিয়নের ৪ ও ৯ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজ এই সদস্য নবায়ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম শামস (সূর্য)-এর নির্দেশনায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা। তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

নেতৃবৃন্দের প্রত্যাশা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতান্ত্রিক আদর্শ ও সংগঠন গঠনের দর্শন অনুসরণ করে বিএনপির প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এর মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দল আরও শক্তিশালী ও জনবান্ধব হয়ে উঠবে।